Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জগন্নাথ রায়ের সফলতা
ছবি
ডাউনলোড

সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের গ্রাম মহেশ্চর।  এই গ্রামের কৃষক জগন্নাথ রায় মাত্র তিন বছর আগে অন্য একজন কৃষকের সাথে যৌথ মালিকানায় সবজি চাষ শুরু করেন।

    তিনি নিজের ২ একর জমিতে করল্লা এবং অন্যের ৫ একর জমি লিজ নিয়ে চালকুমড়া চাষ শুরু করেন। মৌসুম শেষে তিনি প্রায় ৮ লক্ষ টাকা লাভ করেন।

    এই সফলতা তাকে আরো আগ্রহী করে। এবার তিনি একাই প্রায় ১০ একর জমিতে চালকুমড়া চাষ করেন এবং প্রায় ১৬,০০,০০০/- টাকা লাভ করেন। ৩য় বছর তিনি আরও জমি লিজ নিয়ে প্রায় ১৩ একর জমিতে চালকুমড়া চাষ করেন। তার উৎপাদিত ফসল ফেনী সহ ঢাকায় পাঠনো হয়। এ বছরে তিনি প্রায় ২২,০০,০০০/- টাকা লাভ করেন। তার এই উদ্যোগে তার গ্রামের প্রায় ১০-১২ জন লোকের কর্মসংস্থান হয়েছে। তিনি সবজি উৎপাদনে স্থানীয় কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় ফেরোমন ফাঁদ ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদন করেছেন যা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনে তাৎপর্যপূর্ন অগ্রগতি । তার এই সফলতা এলাকার অন্যান্য কৃষকদের মধ্যে  সাড়া ফেলেছে। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে জগন্নাথ রায় হতে পারেন দেশসেরা একজন কৃষি উদ্যোক্তা।