সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের গ্রাম মহেশ্চর। এই গ্রামের কৃষক জগন্নাথ রায় মাত্র তিন বছর আগে অন্য একজন কৃষকের সাথে যৌথ মালিকানায় সবজি চাষ শুরু করেন।
তিনি নিজের ২ একর জমিতে করল্লা এবং অন্যের ৫ একর জমি লিজ নিয়ে চালকুমড়া চাষ শুরু করেন। মৌসুম শেষে তিনি প্রায় ৮ লক্ষ টাকা লাভ করেন।
এই সফলতা তাকে আরো আগ্রহী করে। এবার তিনি একাই প্রায় ১০ একর জমিতে চালকুমড়া চাষ করেন এবং প্রায় ১৬,০০,০০০/- টাকা লাভ করেন। ৩য় বছর তিনি আরও জমি লিজ নিয়ে প্রায় ১৩ একর জমিতে চালকুমড়া চাষ করেন। তার উৎপাদিত ফসল ফেনী সহ ঢাকায় পাঠনো হয়। এ বছরে তিনি প্রায় ২২,০০,০০০/- টাকা লাভ করেন। তার এই উদ্যোগে তার গ্রামের প্রায় ১০-১২ জন লোকের কর্মসংস্থান হয়েছে। তিনি সবজি উৎপাদনে স্থানীয় কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় ফেরোমন ফাঁদ ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদন করেছেন যা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনে তাৎপর্যপূর্ন অগ্রগতি । তার এই সফলতা এলাকার অন্যান্য কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে জগন্নাথ রায় হতে পারেন দেশসেরা একজন কৃষি উদ্যোক্তা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস